Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ: সিনেটের অনুমোদন

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ: সিনেটের অনুমোদন

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ: সিনেটের অনুমোদন

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী পিট হেগসেথ। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন সিনেটে ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রীর পদে হেগসেথ পান ৫১টি ভোট, তার বিপক্ষে পড়ে ৫০টি। তিনজন রিপাবলিকান সিনেটর—সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলসহ—হেগসেথের বিরুদ্ধে ভোট দেন। ফলাফল ৫০-৫০ অচলাবস্থায় পৌঁছালে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দিয়ে হেগসেথের জয় নিশ্চিত করেন।

৪৪ বছর বয়সী পিট হেগসেথ আফগানিস্তান ও ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক এবং ফক্স নিউজের প্রাক্তন উপস্থাপক। তবে তার বিরুদ্ধে অতীতে যৌন হয়রানি ও অসদাচরণের একাধিক অভিযোগ ওঠে, যা তার প্রতিরক্ষামন্ত্রী হওয়ার প্রক্রিয়াকে দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত করে তোলে। এই অভিযোগগুলো সিনেটে তার মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের বিতর্কের সৃষ্টি করে।

হেগসেথ অভিযোগগুলো অস্বীকার করলেও, এই বিষয়ে তার ওপর চাপ অব্যাহত ছিল। অনেক রিপাবলিকান সদস্যও তার মনোনয়ন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। কিন্তু যৌন হয়রানি ও অতীতের কিছু বিতর্কিত মন্তব্য তার প্রার্থীতা ঝুঁকির মুখে ফেলে। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পরও, ট্রাম্প তার প্রতি আস্থা বজায় রাখেন।

পিট হেগসেথ ইরাক ও আফগানিস্তানে সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং অভিজ্ঞতা তাকে প্রতিরক্ষামন্ত্রী পদে উপযুক্ত মনে করার একটি প্রধান কারণ। ফক্স নিউজে কাজ করার সময় তার বক্তব্য এবং ট্রাম্পের প্রতি আনুগত্য তাকে এই পদের জন্য বিশেষ মনোযোগ এনে দেয়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert